রামপুরা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী দলের সদস্য কামাল পারভেজ (৪২) নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, রামপুরা এলাকায় র্যাবের টহল টিমের সঙ্গে ছিনতাইকারীদের একটা গ্রুপের গুলিবিনিময়ের ঘটনায় ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আমেরিকান পিস্তল, একটি দেশি রিভলভার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্যরাতে পুলিশ ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার সময় তাকে মৃত বলে ঘোষণা করেন। রামপুরা থানার এসআই দেলওয়ার হোসেন জানান, পৌনে ১টার দিনে র্যাব-৩ এর সঙ্গে বন্দুকযুদ্ধে কামাল নিহত হয়। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২টার সময় তাকে মৃত বলে ঘোষণা করে। রামপুরা থানার এসআই দেলওয়ার হোসেন জানান, পৌনে ১টার দিকে র্যাব-৩ এর সঙ্গে বন্দুকযুদ্ধে সে নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ এই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, মৃত কামাল বরিশাল জেলার গৌরনদী উপজেলার কেনাই কাজীর ছেলে। সে উত্তরার আজমপুর এলাকাতে থাকতো। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে কামালের লাশ।
Read More News