যশোরে গোলাগুলির ঘটনায় ডাকাতি মামলার আসামি নিহত

যশোর সদর উপজেলায় গোলাগুলির ঘটনায় ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলাধীন যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়ার সিনজেনটা বীজ প্রক্রিয়াকরণ ইউনিটের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও একটি শটগানের গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, রাতে ওই এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতদল পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ডাকাত গনির বলে শনাক্ত করে স্থানীয়রা। নিহতের মরদেহ যশোর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Read More News

অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আবদুল গণি ২১ মামলার আসামি ছিলেন।

এর আগে রবিবার দিবাগত রাতে একই সড়কের উপর গাছ ফেলে ডাকাতিকালে পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সবুজ নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করে। যদিও সবুজের মায়ের দাবি, তার ছেলেকে দুইদিন আগে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *