জাতীয় উদ্যান থেকে কিছু সংখ্যাক সিংহ পালিয়ে যাওয়ায় কেনিয়ার রাজধানী নাইরোবিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নগরাসীকে ইতিমধ্যে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি শুক্রবার ভোরে রাজধানীর প্রধান রাস্তায় সিংহ ঘুরতে দেখা গেছে। খবর বিবিসির। কেনিয়ার জাতীয় উদ্যান থেকে পালিয়ে যাওয়া একটি সিংহী ও তার দুই বাচ্চা পুনরায় পার্কে ফিরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া উদ্যান কর্মকর্তারা হিসাব অনুযায়ী আরও দু’টি সিংহ স্বেচ্ছায় পার্কে ফিরে গেছে। কিন্তু তারপরও যেন আতঙ্ক কাটছে না। ইতিমধ্যে রাজধানীবাসীকে সতর্ক করা হয়েছে, তারা যেন সাবধান থাকে। কারণ ধারণা করা হচ্ছে, এখনো কয়েকটি সিংহ বাহিরে থাকতে পারে। কেনিয়ার বন্যপ্রাণী সংস্থার মুখপাত্র পাউল উদতো টুইটারে জানান, কেউ যেন সিংহ দেখলে ধরার চেষ্টা না করে বা সিংহের পিছু না নেয়। কারণ বন্যপশুদের মধ্যে সিংহ মারাত্মক হিংস্র। নাইরোবির জাতীয় উদ্যানঘেঁষা রাস্তার বিপরীত পাশে ঘন জনবসতি রয়েছে। একটি বড় বস্তিও আছে। সিংহগুলো শিগগির ধরা না পড়লে ভয়ংকর কিছু ঘটে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছে।
Read More News
Supreme Watches News