সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ২৫

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুঘটনায় পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি কলেজ গেটের সামনে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে চারজন এবং ভোরে একই সড়কের মুলিবাড়িতে তিনটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে।। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আবু হাসেম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস নামক যাত্রীবাহি বাসটি ঘটনাস্থলে পৌছলে বিপরীতমুখী মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সম্মুখ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং অনন্ত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সদর হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়। অপরদিকে মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি নামক স্থানে ঢাকা থেকে পন্যবাহী একটি ট্রাকের সাথে বিপরিতদিক থেকে আসা ইলেকট্রিক পোল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় পিছন দিক থেকে আসা আরো একটি ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় তিনটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পণ্যবাহী ট্রাকচালক নিহত হয় আহত হয় আরো ছয়জন। পরে ফারায় সার্ভিস এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *