বিএনপির আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া দুপুরে

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ বুধবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এবারের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বাজেট প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপিপন্থি অর্থনীতিবিদরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে ওইদিনই সন্ধ্যায় বাজেটকে গণবিরোধী, প্রতিক্রিয়াশীল ও অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই বাজেট গণবিরোধী। আর এই সরকারের তা পেশ করার কোনো অধিকার নেই। কারণ, তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই। সুতরাং অবৈধ সরকারের অবৈধ বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি। এছাড়া বিভিন্ন সভা-সেমিনারে এ বাজেটকে অবাস্তব, লুটপাট ও গরিব মারার বাজেট হিসেবে আখ্যায়িত করে আসছেন বিএনপি নেতারা।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *