ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে সাঁ দানি এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (০৭ জুন) দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সোমবার (০৬ জুন) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে শুরু করে। টানা তিন ঘণ্টা চেষ্টার পর স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
Read More News