মেয়র হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন মনি

খুলনা সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার রিট আবেদনটি করেন মনিরুজ্জামান মনি। যার ওপর সোমবার শুনানি হয়। এ বিষয়ে মনির আইনজীবী নিতাই রায় বলেন, এর ফলে মেয়র হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন মনি।
Read More News

প্রসঙ্গত, নাশকতার মামলায় অভিযোগপত্রে নাম আসার পর খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে গত ২ নভেম্বর সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *