বলিউডে এখন জোর গুঞ্জণ চলছে যে, কারিনা কাপুর খান মা হতে যাচ্ছেন। কিন্তু এই বিষয়ে কারিনা কিংবা সাইফ আলি খানের কাছ থেকে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। তারপরও এই বিষয় নিয়ে গুঞ্জন থেমে নেই।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউনিসেফের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কারিনা কাপুর খান। প্রিন্টেড আনার কলি পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। পুরো অনুষ্ঠান জুড়ে ওড়না দিয়ে বাম হাতের সাহায্যে নিজের বেবি বাম্প (গর্ভাবস্থা) লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি। এছাড়াও তার ধীরে ধীরে হাঁটা-চলা ও চেয়ার থেকে ওঠার দৃশ্য থেকে মনে হচ্ছিল তিনি গর্ভবতী। কারিনার শরীরের অঙ্গ-ভঙ্গিও নাকি গর্ভবতী নারীর মতোই ছিল।
Read More News
এছাড়া অনুষ্ঠানে মেয়েদের সঙ্গে খেলতে গিয়ে নিজের প্রতি বেশ সচেতন ছিলেন কারিনা। সেসময় নিচের দিকে ঝুঁকতেও নারাজি জানিয়েছিলেন তিনি। আর এতে মনে করা হচ্ছে, সম্ভবত কোনো সুসংবাদ শুনতে যাচ্ছেন কারিনার ভক্তরা।
পেশাগত দিক থেকে দেখলে, কারিনার হাতে এখন কোনো ছবি নেই। এখন শুধু ‘উড়তা পাঞ্জাবে’র প্রচারণা বাকি আছে। এতে মনে হতেই পারে মাতৃত্বের জন্য বড় ছুটিতে যাচ্ছেন কারিনা!