নেইমারকে ভবিষ্যতে মেসি-রোনালদোদের ছাপিয়ে যাবে! এমনটা মানতে পারছেন না ফুটবলের সম্রাট পেলে। কিংবদন্তির চোখে মেসিই সেরা। রোনালদো একটু অন্য ধরনের ফুটবলার। আর নেইমার এদের মাপের নয়। পেলে বলেন, ‘নেইমারকে ছোটবেলা থেকে আমি চিনি এবং অনেক বছর আগে তার কোচেরা আমাকে বলেছিল, সে খুব ভালো। এটা ঠিক আছে। কিন্তু আমি মনে করি, নেইমারের মান রোনালদো বা মেসির মতো নয়। আমার চোখে বর্তমান বিশ্বে সেরা ফুটবলার হল মেসি। আর রোনালদোও বড় মাপের ফুটবলার। তবে ওর খেলা একটু ভিন্ন ধরনের।
Read More News