পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিশ্বের আরো ৭টি দেশে নতুন দূতাবাস চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ৭টি দেশে নতুন দূতাবাস চালু করা হবে এগুলো হলো- আফগানিস্তান (কাবুল), সুদান (খার্তুম), সিয়েরালিওন (ফ্রিটাউন), ভারত (গুয়াহাটি ও চেন্নাই), অস্ট্রেলিয়া (সিডনী ও কানাডা (টরন্টো)। তিনি বলেন, বর্তমানে পৃথিবীর মোট ৫৬টি দেশে বাংলাদেশের ৭২টি দূতাবাস, কনস্যুলেট, উপ-হাইকমিশন ও সহকারী হাইকমিশন রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নাইজেরিয়ার আবুজা, আলজেরিয়ার আলজিয়ার্স ও রুমানিয়ার বুখারেস্টে শিগগিরই বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু হবে।
Read More News