ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ চট্টগ্রামের সমুদ্র উপকূলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
চট্টগ্রামের উপকূল দিয়ে ঝড়ো হাওয়া বইছে ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। এসময় ঘূর্ণিঝড়ের একটানা গতিবেগ ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং উপকূলীয় এলাকায় গাছপালা ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ উপেজেলার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়েছে।
Read More News
চট্টগ্রাম সার্কিট হাউজের সামনে তিনটি গাছ রাস্তার উপর ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে ছোট বাড়ি ঘর ও দোকানপাট ক্ষতির খবর পাওয়া গেছে।
উল্লেখ্য দুপুর ১২টা ৩০মিনিটের দিকে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উপকূলে আঘাত হানে।