নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের ফাঁসির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জের সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে আয়োজিত এক সমাবেশে হেফাজত ইসলামের জেলা আমির মাওলানা আব্দুল আউয়াল এ দাবি জানান। এ সময় তিনি শিক্ষকের বিচার শুরুর জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন সরকারকে। দাবি আদায় না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন এই হেফাজত নেতা। সমাবেশ থেকে অন্য নেতারা আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অপসারণ দাবি করেন।
Read More News
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন তাহরিকে নবুয়তের নেতা ড. সাঈদ আব্বাসী, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক আবদুল কাদির, মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।