পিএসএল থেকেও বিদায় নিলেন তামিম

সন্তান-সম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই ব্যাংকক যাচ্ছেন জাতীয় দলের এই বাঁহাতি হার্ডহিটার ওপনার।জানা গেছে, তামিম বৃহস্পতিবার ঢাকায় ফিরে শুক্রবার আবার ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করবেন।পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সম্ভবত আর কোনো ম্যাচ খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ।বুধবার দুবাইতে চলমান পিএসএলের ম্যাচে সাকিব আল হাসানের দল করাচি কিংসের বিপক্ষেও খেলেননি তামিম।বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে।কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষেও আগের ম্যাচে ব্যাট হাতে দেখা যায়নি বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনারকে। এরই মধ্যে তামিমের দল পেশোয়ার জালমির সেমিফাইনাল নিশ্চিত করায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। পাকিস্তান সুপার লিগের প্রথম আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম। এমনকি এই আসরের এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বসবে এশিয়া কাপের ১৩তম আসর। তবে বাবা হতে যাওয়ায় আসন্ন এশিয়া কাপেও খেলবেন না তামিম।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *