গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ২০-২৫ জন দুর্বৃত্ত। এ সময় আনসার কমান্ডার মোহাম্মদ আলী হোসেনকে হত্যা করা হয়। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সফিপুরে। দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় অস্ত্র।
নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হামলা ও আনসার কমান্ডার হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত। এ ঘটনার আগে হামলাকারীরা ক্যাম্প ও সেখান সদস্যদের সম্পর্কে খোঁজখবর (রেকি) নেয় বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম।
Read More News
আজ শনিবার হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিআইজি। এ সময় তিনি আনসার ক্যাম্পের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এ ঘটনার পর থেকে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। তবে কেউ আটক হয়নি বা কোনো অস্ত্র উদ্ধার হয়নি।