আজ শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সকলের ভালোবাসায় এগিয়ে যাবে প্রতিবন্ধীরাও শিরোনামে দারিদ্র্য কল্যাণ সংস্থা আয়োজিত প্রতিবন্ধী মেধা অন্বেষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবন্ধীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা বাংলাদেশের স্বাধীন নাগরিক। স্বাভাবিক মানুষের মতো তাদেরও সব অধিকার ভোগ করার অধিকার রয়েছে। প্রতিভা খুঁজে বের করে তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এ জন্য সরকার অটিস্টিক ও অটিজম নিয়ে ব্যাপক উদ্যোগ নিয়েছে। প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন।
Read More News
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, যারা সন্ত্রাস করে, খুন করে, জঙ্গিবাদ করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে তারা প্রতিবন্ধী। তাদের ভাল মন্দো বিচারের দৃষ্টিশক্তি নেই। আপনাদের দৃষ্টিশক্তি না থাকলেও আপনাদের মনের আলো আছে, আপনারা সেই আলো দিয়ে এসব কাজ থেকে বিরত থাকেন।
সিম রেজিস্ট্রেশন সম্পর্কে মন্ত্রী বলেন, সপ্তাহের প্রতি শনিবার প্রতিবন্ধীদের জন্য সিম রেজিস্ট্রেশনের দিন ধার্য করা হয়েছে।