রবিবার থেকে আন্তর্জাতিক রুটে ইউএস-বাংলা এয়ার লাইনস চালু হবে। ঢাকা থেকে তাদের বহুল কাঙ্ক্ষিত প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি হিমালয় কন্যা নেপালের উদ্দেশ্যে উড়াল দেবে রোববার দুপুরে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান হবে রোববার, ১৫ মে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্লাইটটির উদ্বোধন করবেন।
Read More News
উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখবেন ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আরো বক্তব্য রাখবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সচিব।