সাউথ ইষ্ট ইউনির্ভারসিটি “ল” এলামনাই এসোসিয়েশন পুনর্মিলনি অনুষ্ঠান ২০১৬, শুক্রবার ১৩ মে, ‘পুষ্পধাম’ এনএসসি টাওয়ার বায়তুল মোকারম মসজিদের পুর্ব পাশে ৬২/৩ পুরানা পল্টন ঢাকা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাউথ ইষ্ট ইউনির্ভারসিটি “ল” এর প্রথম ব্যাচ থেকে ২৭ তম ব্যাচ অংশ গ্রহন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেন্য পরমানু বিজ্ঞানী ও প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ডঃ এম শামসের আলী । তিনি সকলের সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন।
Read More News
এসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রথম সরনিকা প্রকাশ করা হয়েছে। সরনিকায় ডাঃ ফারহাত হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট) বাণীতে সকলকে শুভকামনা জানিয়েছেন। এছাড় এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন সহ ভোজনের ব্যাপক আয়োজন করা হয়েছিল।