চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ শহর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মাজহারুল ইসলাম।নিহত আব্দুল বাসেদ (৫৫) উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা।ওসি মাজহারুল বলেন, দক্ষিণ শহর এলাকায় নিজ জমিতে কাজ করে দুপুরে বাড়ি ফিরছিলেন বাসেদ। পথে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
Read More News
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন ওসি।