৬৯তম কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় বলিউডের মল্লিকা শেরাওয়াত। আর আন্তর্জাতিক উৎসবগুলোয় বলিউডের মুখপাত্রই বলা যায় তাঁকে। বলিউডে অনেকদিন ধরেই কোন খোজ খবর নেই মল্লিকা শেরাওয়াতের। তবুও তো ব্যস্ততার কমতি নেই। ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় ছড়িয়েছেন তার প্রতিভা ও মাতালেন উৎসব এবং উজ্জল করলেন দেশে মান।
Read More News