খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আগামী রোববার সারা দেশে ও সোমবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Read More News
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। শুধু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিএনপি বিশ্বাস করে, অন্য কোনো পথে নয়। সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য একের পর ষড়যন্ত্র করছে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন এবং এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর দুরভিসন্ধিমূলক।