সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের শেষকৃত্য আজ শুক্রবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। নিজ গ্রাম কচুন্ধরার পারিবারিক সমাধিস্থলে তাঁকে সমাহিত করা হবে।
সকাল ১১টায় প্রমোদ মানকিনের মরদেহ রাখা হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিড়ইঢাকুনি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
Read More News
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহ শহরের ভাটিকাসর ক্যাথলিক চার্চে প্রমোদ মানকিনের মরদেহ আনা হয়। সেখানে বিশপ পনেন পলকুবির নেতৃত্বে প্রার্থনা ও স্মরণসভা হয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ময়মনসিংহ পৌরসভার মেয়র প্রমুখ।