ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দশম ম্যাচে পুনে সুপারজায়ান্টসকে হারিয়ে সপ্তম জয় পেয়েছে মুস্তাফিজের সানরাইজ হায়দরাবাদ। তবে এই ম্যাচে কোনো উইকেট পাননি কাটার মাস্টার। এবং পুনের সাথে প্রথম ম্যাচেও কোনো উইকেট ঝুলিতে পুরতে পারেননি বাংলাদেশের এই পেস সেনসেশন। তাহলে কি ফ্লেমিংয়ের কথাই সত্যি হলো? সোমবার এক সংবাদ সম্মেলনে পুনের কোচ স্টিভেন ফ্লেমিং বলেছিলেন, মুস্তাফিজের রহস্যটা নাকি তারা ধরে ফেলেছেন। কারণ হিসেবে উল্লেখ করেছিলেন প্রথম ম্যাচের কথা। ওই ম্যাচে মুস্তাফিজকে ভালোভাবে সামলেছেন পুনের স্টিভেন স্মিথ। দুই ওভারে মুস্তাফিজ দিয়েছিলেন ২১ রান, কোনো উইকেট পাননি। স্মিথের ব্যাট থেকেই এসেছিল ১৯ রান। ইনজুরির কারণে আইপিএল থেকে স্মিথ ছিটকে গেলেও তার কৌশলই এ ম্যাচে কাজে লাগাবেন বলে জানিয়েছিলেন ফ্লেমিং। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, ‘পুনের সাথে হায়দরাবাদের শেষ ম্যাচে স্টিভ স্মিথ ওকে খুব ভালো খেলেছে। ওকে লেগ সাইডেই খেলার চেষ্টা করেছে। সেটা একটা কৌশল হতে পারে। আবার চাইলে ওকে আড়াআড়িভাবে অফ সাইডেও খেলা যেতে পারে।’ যদিও মুস্তাফিজের প্রতিভা নিয়ে কোন সংশয় নেই ফ্লেমিংয়ের। বললেন, ‘মুস্তাফিজ আসলে দারুণ। ও এবারের আসরে যা করে দেখাচ্ছে, সেটা এক মুঠো টাটকা বাতাসের মতোই। সে বড় একটা সেনসেশন। আমাদের অবশ্যই কাল (মঙ্গলবার) এই হুমকি সামলাতে হবে।’ মঙ্গলবার ৪ ওভার বল করে মুস্তাফিজ দিয়েছেন ২৬ রান। কিন্তু কোনো উইকেট পাননি। তবে তার বলে হাত খুলেও কেউ পেটাতে পারেননি। মুস্তাফিজের বলে সর্বোচ্চ ৯ রান নিয়েছেন অশ্বিন। এর মধ্যে একটি বাউন্ডারি ছিল। এছাড়া ধোনি নিয়েছেন ৭ রান।
Read More News