আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার দুই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এই দুই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এ ছাড়া দণ্ডবিধির মামলায় সাক্ষী করা হয়েছে ১৩ জনকে এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাক্ষী করা হয়েছে ১২ জনকে। এ দুই মামলায় আমানউল্লাহ আমান ও কামাল হোসেন ছাড়া বাকি সবাইকে পলাতক দেখানো হয়েছে। এ দুজন হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
Read More News