বায়তুল মোকাররমে নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আজ বুধবার জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। পরে অনেককেই বিজয়সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করতে দেখা যায়।

জানাজার সময় বায়তুল মোকাররমের উত্তর গেট ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ করা যায়। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Read More News

জানাজা শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উচ্চস্বরে কালিমা পড়তে পড়তে মসজিদের বিভিন্ন তলা থেকে বের হয়ে আসেন। অনেক নেতাকর্মীকেই কাঁদতে দেখা যায়। অনেকেই এ সময় বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। এ সময় দু-একজন নেতাকর্মী স্লোগান দেওয়ার চেষ্টা করলে অন্যরা থামিয়ে দেন। অনেকেই উচ্চস্বরে বলতে থাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ন্যায়বিচার আল্লাহ একদিন অবশ্যই করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *