রবিবার রাজধানীর ঢাকা ক্লাবে ৩৪ জন রত্নগর্ভা মাকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সন্তানের জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়ের ভূমিকার বিকল্প নেই । প্রত্যেক মাকে সম্মান করতে হবে। মাকে নিরাপদ পরিবেশ দিতে হবে।
৩৪ জন রত্নগর্ভা মাকে পুরস্কার প্রদান করেন সংসদের স্পিকার। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এই মায়েদের পুরস্কার দিয়েছে আজাদ প্রডাক্টস লিমিডেট। ৩৪ জন রত্নগর্ভা মায়ের মধ্যে ২৫ জন সাধারণ শ্রেণিতে এবং বাকি নয়জন বিশেষ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন। এ ছাড়া একজন বাবাকে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ নামে একটি পুরস্কার দেয়া হয়েছে।
৩৪ জন রত্নগর্ভা মাকে পুরস্কার প্রদান করেন সংসদের স্পিকার। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এই মায়েদের পুরস্কার দিয়েছে আজাদ প্রডাক্টস লিমিডেট। ৩৪ জন রত্নগর্ভা মায়ের মধ্যে ২৫ জন সাধারণ শ্রেণিতে এবং বাকি নয়জন বিশেষ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন। এ ছাড়া একজন বাবাকে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ নামে একটি পুরস্কার দেয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, আজাদ প্রডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা ক্লাবের সভাপতি সৈয়দ শাহেদ রেজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লাকী ইনাম প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রত্যেক মাকে সম্মান করতে হবে। মাকে নিরাপদ পরিবেশ দিতে হবে।