আজ রোববার সকালে রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শান্তিচুক্তির প্রায় অধিকাংশ ধারা কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। আমাদের সঙ্গে পাহাড়ি অঞ্চলের মানুষের সুসম্পর্ক ছিল এবং আছে। যে কারণে শান্তিচুক্তি করা সম্ভব হয়েছিল। যদিও শান্তিচুক্তি এতো সহজ ছিলো না। পাহাড়ি অঞ্চলে রক্ষক্ষয়ী সংঘর্ষে হয়েছে। এখন সেই পরিস্থিতি নেই। পার্বত্য অঞ্চলের মানুষ তারা আমাদের দেশের মানুষ। আপনারা জানেন যেখানে রাস্তাঘাট কিছু ছিল না। আল্লাহর রহমতে এখন কিন্তু সব জায়গায় রাস্তাঘাট হয়ে গেছে। ভূমি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে বারবার। কিন্তু এই কমিশনের কাজটা ঠিকমতো এগোচ্ছে না। সেখানে একটু দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। সবাইকে বলব যে দুই পক্ষই বসে সেটা ঠিক করতে হবে। বর্তমানে এই অঞ্চল উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি পাবর্ত্য শান্তিচুক্তির বিরোধিতা করেছিলো, কেন বিরোধিতা করেছিলো তাও জানি না তবু সেই চুক্তি হয়েছে। পার্বত্যাঞ্চলে শান্তি ফিরেছে।
Read More News
তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা চারবার সেখানে গিয়েছিলেন। তিনিও পার্বত্য অঞ্চলের ওপর গুরুত্ব দিয়েছেন। আমরাও পার্বত্য অঞ্চলকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।