নায়িকা পারভিন সুলতানা দিতির মৃত্যুশোক কাটতে না কাটতেই আরো দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে তাঁর পরিবারে। দিতির মৃত্যুর ঠিক এক মাসের দিন গত ২১ এপ্রিল মারা গেছেন দিতির ভাই আলভি। আর আলভির মৃত্যুর ঠিক ১৬ দিনের মাথায় গতকাল শনিবার রাতে মাত্র ৪০ বছর বয়স মারা গেছেন দিতির ছোটভাই টিপু সুলতান।
মস্তিষ্কে রক্ত ক্ষরণজনিত কারণে টিপু সুলতান মৃত্যুবরণ করেন বলে ইউএনবির খবরে জানানো হয়েছে। টিপু সুলতান সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। গতকাল শনিবার রাতে ঢাকার সোহরাওয়ারর্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু সন্তান রেখে গেছেন।
Read More News
(নায়িকা দিতির সঙ্গে তাঁর ভাই টিপু সুলতান)