কানাডার ছড়িয়ে পড়া দাবানল আরো ভয়াবহ আকার ধারণ করছে

চলতি সপ্তাহে কানাডার আলবার্টার কিছু অংশে দাবানল ছড়িয়ে পড়ে। পড়ে তা প্রদেশটির বিভিন্ন স্থানে ধাবিত হয়। দাবানলে এক হাজার ৫৫০ বাড়িসহ অন্যান্য ভবন পুড়ে গেছে।কানাডার আলবার্টা প্রদেশে ছড়িয়ে পড়া দাবানল আরো ভয়াবহ আকার ধারণ করছে। দাবানল বর্তমানে পার্শ্ববর্তী প্রদেশ সাসকাচেওয়ানের দিকে ধাবিত হচ্ছে। কানাডার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়ার সঙ্গে বাতাস মিলে দাবানলকে ছড়িয়ে দিচ্ছে। দাবানলে কানাডার তেলসমৃদ্ধ শহর ফোর্ট ম্যাকমারের ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কারণে শহরটির উত্তরাঞ্চলের কিছু জায়গায় এখনো কয়েক হাজার মানুষ আটকা পড়েছে। তাদের দ্রুতই উদ্ধারের কথা বলেছে শহর কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এতে কেউ হতাহত হয়নি।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *