আইইবি ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাষ্ট্রপতি বলেন, আজ আপনারা প্রকৌশলী, উন্নয়নের মূল কারিগর। মনে রাখতে হবে আপনাদেরকে আজকের অবস্থানে পৌঁছে দিতে যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন এ দেশের সাধারণ মানুষ। তাদের ট্যাক্সের টাকাই আপনাদের লেখাপড়ার খরচ জুগিয়েছে। তাই এখন সময় এসেছে প্রতিদান দেয়ার।
আমার বিশ্বাস আপনাদের মেধা, মনন ও সৃষ্টিশীলতায় সরকার ঘোষিত দিন বদলের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। সড়ক, সেতু ও যোগাযোগ অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ প্রতিটি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে প্রকৌশলীদের সুদূরপ্রসারি পরিকল্পনা রাখার পরামর্শও দেন রাষ্ট্রপতি।

Read More News

সাম্প্রতিক কয়েকটি ঘটনার ইঙ্গিত করে রাষ্ট্রপতি বলেন, এটা দুঃখজনক হলেও সত্য যে, আজকাল পত্র-পত্রিকায় প্রায়ই নির্মাণ কাজ বিশেষ করে রাস্তাঘাট ও ইমারত নির্মাণ কাজের ত্রুটি ও নিম্নমান নিয়ে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের কথাও আমাদের জানতে হয়েছে। এতে একদিকে যেমন জনগণের টাকার অপচয় হচ্ছে তেমনি জনভোগান্তিও বাড়ছে। এছাড়া কিছু অসাধু লোকের জন্য আপনাদের সুনামও হানি হচ্ছে। দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
আইইবির প্রেসিডেন্ট  কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মেসবাহুর রহমান, সম্পাদক আমিনুর রশীদ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *