পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল অ্যাবোটাবাদের মাকল গ্রামে গত ২৮ এপ্রিল বান্ধবীকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করার জেরে গ্রামের মোড়লদের নির্দেশে ১৬ বছরের এক কিশোরীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার সংবাদটি প্রকাশ করে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন। ২৮ এপ্রিল সকালে এক প্রেমিক যুগলকে পালিয়ে বিয়ে করতে সহযোগিতা করার দায়ে মাকল গ্রামে ওই কিশোরীর বিচার হয়। ওই বিচারে ১৫ জন বয়োজ্যেষ্ঠ সদস্যের সংগঠন ‘জিরগার’ সিদ্ধান্ত অনুযায়ী মাতবর ওই কিশোরীকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেন।
Read More News
আর ওই নির্দেশ অনুযায়ী সালিসের দিন বিকেলে কিশোরীকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আনা হয়। এরপর গ্রামের সীমানার বাইরে একটি ভ্যানে তাঁকে বেঁধে পেট্রল দিয়ে ওই ভ্যানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর চলতি মাসের প্রথম দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কিশোরীকে পুড়িয়ে মারার নৃশংস ছবি প্রকাশিত হলে ঘটনাটি পাকিস্তান পুলিশের নজরে আসে।
এ ঘটনায় ওই কিশোরীর মা এবং এক আত্মীয়সহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আর কিশোরীকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।