গ্রিসের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে ‘অ্যানোনিমাস’

গ্রিসের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে সক্রিয় হ্যাকার দল ‘অ্যানোনিমাস’। গত ৩ মে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব গ্রিস’-এর ওয়েবসাইট হ্যাক করে ব্যাংকের কার্যক্রম বিঘ্নিত করে হ্যাকার দলটি।

এ ঘটনার দুদিন পর গতকাল বৃহস্পতিবার ব্যাংকের পক্ষ থেকে এই সাইবার হামলার বিষয়টি জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র রয়টার্সকে বলেন, অল্প কিছু সময়ের মধ্যে হ্যাকার দলটি ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দিতে সক্ষম হয়েছিল। হামলাটি কিছু সময়ের জন্য স্থায়ী হয়েছিল এবং ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা সফলতার সঙ্গে একে থামিয়ে দিয়েছে। তবে এই হামলায় কোনো আর্থিক ক্ষতি হয়নি ব্যাংকের। শুধু যে জিনিসটি হামলায় আক্রান্ত হয়েছে, সেটি ব্যাংকের ওয়েবসাইট।
Read More News

২০০৩ সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে অ্যানোনিমাস হ্যাকার দলটি। প্রতীক হিসেবে দলটি ‘গাই ফকস’-এর মুখোশ ব্যবহার করে থাকে। এই হ্যাকিংয়ের পর ইউটিউবে এক ভিডিও-বার্তায় দলটির পক্ষ থেকে বলা হয়, ‘অলিম্পাস-এর পতন হবে। কিছুদিন আগে আমরা অপারেশন ইকারাস-এর রেনেসাঁ ঘোষণা করেছিলাম। আজকে আমরা ক্রমাগত ব্যাংক অব গ্রিস-এর ওয়েবসাইট ডাউন করেছি। গ্রিক পুরাণ মতে, গ্রিক দেবতাদের সাম্রাজ্যকেই অলিম্পাস বলা হয়ে থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *