বর্তমান ক্রিকেটের সবচেয়ে আলোচিত তারকা মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমকালো ও অর্থের ঝনঝনানির আইপিএলও। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে নিয়ে ক্রিকেট দুনিয়ার আলোচিত তারকা। অথচ এক বছর আগেও কেউ মুস্তাফিজকে চিনত না। নামও শুনেনি তার। সেই মুস্তাফিজ এখন বিপর্যস্ত করছেন বিশ্বের নামি-দামি ব্যাটসম্যানদের। তার ভয়ঙ্কর মারণাস্ত্র নিয়ে চলছে কাটাছেঁড়া। কাটার বোলার মুস্তাফিজ এখন সানরাইজার্স হায়দরাবাদের ‘নিওক্লিয়াস’। আইপিএল কাঁপানো মুস্তাফিজ বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম এএফপিকে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি সব সময় চান, বাংলাদেশের মাথা যেন উঁচুতে থাকে। সেটা ক্রিকেটসহ সব খেলাতেই।
Read More News