জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামী রোববারের (৮ মে) চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। আট বোর্ডের অধীন পরীক্ষা ৮ মে পরিবর্তে পরের দিন ৯ মে একই সময়ে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার রাতে আন্তবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
আর মাদ্রাসা বোর্ডের অধীন আলিম শ্রেণির ৮ মের পরীক্ষাগুলো ২২ মে অনুষ্ঠিত হবে।
Read More News
৮ মে এইচএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য দ্বিতীয়পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য দ্বিতীয়পত্র, পদার্থ বিজ্ঞান বিভাগ (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল।
মাদ্রাসা বোর্ডের আলিমের রসায়ন প্রথমপত্র (তত্ত্বীয়), অর্থনীতি প্রথমপত্র (অতিরিক্তি বিষয়), পৌরনীতি প্রথমপত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র (অতিরিক্তি বিষয়), উচ্চতর ইংরেজি প্রথমপত্র (অতিরিক্ত বিষয়), উর্দু প্রথমপত্র (অতিরিক্ত বিষয়) এবং ফার্সি পরীক্ষা ছিল।