‘নমস্তে লন্ডন’ সিনেমায় সোনাক্ষী সিনহা। ইংল্যান্ড সফরে যাচ্ছেন অক্ষয়-সোনাক্ষী। নায়ক থাকবেন অক্ষয় নায়িকা সোনাক্ষী। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সিক্যুয়াল হতে চলেছে ‘নমস্তে লন্ডন’র। তবে সিক্যুয়াল হলেও পুরনো গল্পের বদলে থাকছে নতুন গল্প। চলতি মাসেই শুরু হতে চলেছে ছবির শুটিং। শুটিং হবে পাঞ্জাব, মুম্বাই, লন্ডন এবং ইউরোপের অন্যান্য অঞ্চলে।
Read More News