বুধবার (৪ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চে শুনানি শুরু করেছেন খালেদার আইনজীবীরা।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে মামলাটির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৫ মে) পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট।
Read More News
আদালতে খালেদার পক্ষে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আইনজীবীরা জানিয়েছেন, প্রথম দিনের শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত।