রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্প বাস্তবায়ন হলে পদ্মা সেতুর ওপর দিয়ে খুলনা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটির কাজ চলতি বছরেই শুরু হবে। ২০২২ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার পরিকল্পনা সরকারের। এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মাদারীপুর ও ফরিদপুরের ওপর দিয়ে খুলনা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
Read More News
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।