বায়োমেট্রিক(আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের জন্য এক মাস বৃদ্ধি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে। সিম নিবন্ধনের শেষ দিন আজ শনিবার বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ ঘোষণা দেন। এর আগে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে পুনঃনিবন্ধন না করা হলে ৩০ এপ্রিলের পর থেকে দৈনিক ৩ ঘণ্টা করে সিম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।বাংলাদেশে ১৩ কোটি মোবাইল সিমের মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছে।বিভিন্ন কারণে সোয়া এক কোটি গ্রাহক সিম নিবন্ধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফলে সিম নিবন্ধনের সময় বাড়ানোর দাবি উঠে বিভিন্ন মহল থেকে। এরই পরিপ্রেক্ষিতে এক মাস সময় বাড়ালো বিটিআরসি।
Read More News