ব্লগে লেখার গুজব যারা ছড়িয়েছে, তারাও অপরাধী

আজ সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগ আয়োজিত শোকসভায় নিহত শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে রিজওয়ানা হাসিন শতভী বলেন, প্রযুক্তি সম্পর্কে বাবার ন্যূনতম ধারণাও ছিল না। ব্লগে লেখালেখির তো কোনো প্রশ্নই আসে না। যারা এ গুজব ছড়িয়েছে, তারাও খুনিদের চেয়ে কম অপরাধী নয়।

সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে রিজওয়ানা হাসিন শতভী বলেন, বিভিন্ন মিডিয়ায় আমার বাবাকে নাস্তিক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। উনি নাকি ব্লগার, ঈশ্বরে বিশ্বাস করতেন না। আমার বাবার প্রযুক্তি সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না। প্লিজ আপনারা এসব বন্ধ করুন।
Read More News

কান্নাচাপা কণ্ঠে হাসিন শতভী বলেন, আমি আর কখনো আব্বু বলে ডাকতে পারব না। আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হারিয়ে ফেললাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *