সোমবার বিকালে লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে দু’জনকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকারীদের ক্লু পেতে ঘটনাস্থল থেকে সম্ভাব্য সবধরনের আলামত সংগ্রহ করছেন পিবিআই সদস্যরা।
লেক সার্কাস রোডের ওই বাড়িতে নিহতদের একজন জুলহাজ মান্নান ইউএসএআইডির কর্মকর্তা ছিলেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি বাংলাদেশের সমকামীদের মুখপত্র ‘রূপবান’ পত্রিকার সম্পাদনা করতেন। জুলহাজ মান্নান ও তাঁর বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বন্ধুর নাম তন্ময়।
Read More News
উত্তর ধানমন্ডির ৩৫ নম্বর বাসার ঘটনাস্থলে উপস্থিত আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিবি দক্ষিণের উপ-কমিশনার মাশরুর রহমান এবং ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) ক্রাইম।