স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। নাগরিকদের উদ্বেগের কারণ নেই। সচিবালয়ে নিজ কার্যালয়ে আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে ঘটনাগুলো ঘটছে তা আইএসের নামে প্রচার করা হলেও দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী গোষ্ঠী এগুলো ঘটাচ্ছে। প্রত্যেকটি ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটন করতে পেরেছি। আর এর সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
Read More News
আপনারাই ভাবুন জ্ঞান-বিজ্ঞানে উন্নত রাষ্ট্রগুলোতে খুন-খারাবির যে ঘটনাগুলো ঘটছে, আমাদের দেশ এখনো সে পর্যায়ে পৌঁছায়নি। আমাদের দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। নাগরিকদের উদ্বেগের কারণ নেই।