যুক্তরাষ্ট্রের কাছে পরমাণু বোমা নির্মাণের সরঞ্জাম বিক্রি করছে ইরান!

আমেরিকার কাছে পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত ৩২ টন ‘ভারী পানি’ বিক্রি করার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক ও অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে।

আব্বাস আরাকচি বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থা এবং মার্কিন একটি কোম্পানি ভারী পানি বিক্রি সংক্রান্ত চুক্তি করেছে। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যৌথ কমিশনের বৈঠকের আগে এ সংক্রান্ত চুক্তি হয়। তিন মাস আলোচনার ভিত্তিতে এ চুক্তি সই হয়েছে বলেও জানান তিনি।
Read More News

এদিকে, মার্কিন জ্বালানি দফতরের এক মুখপাত্র বলেছেন, ইরানের কাছ থেকে ৮৬ লাখ ডলার ব্যয়ে ৩২ টন ভারী পানি কেনা হবে। তিনি জানান, মার্কিন বাণিজ্যিক এবং গবেষণা সংস্থাগুলোসহ একটি জাতীয় গবেষণাগারের কাছে এ পানি বিক্রির পরিকল্পনা করা হয়েছে।

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা অনুযায়ী ইউএফ-৬ নামে পরিচিত সমৃদ্ধ ইউরেনিয়াম বিক্রি করতে পারবে তেহরান। বিনিময়ে ইরান ইয়েলো কেক নামে পরিচিত প্রাকৃতিক ইউরেনিয়াম কিনতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *