বেতন-ভাতা বৃদ্ধি ও নৌপথে চুরি-ডাকাতি বন্ধসহ ১৫ দফা দাবিতে নৌযান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আজ বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জানান, বেতন-ভাতা বৃদ্ধি, নৌপথে চুরি-ডাকাতি বন্ধ ও নদী খননসহ ১৫ দফা দাবি আদায়ের জন্য এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আজ মধ্যরাত থেকে সারা দেশের প্রায় ১২ হাজার নৌযানের (কার্গো, কোস্টার, বার্জ) শ্রমিক-কর্মচারীরা তাঁদের কাজ বন্ধ রেখে কর্মবিরতি ও ধর্মঘট পালন করবেন।
তিনি জানান, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে তাঁদের দাবি পূরণের আশ্বাস দিয়ে এলেও তা বাস্তবায়ন করছে না। সর্বশেষ গত এক মাসের মধ্যে সব দাবি বাস্তবায়নের কথা থাকলেও তা কার্যকর করেনি নৌযান মালিকপক্ষ। তাই দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
Read More News
নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হলে মংলা বন্দরে অবস্থানরত সব ধরনের জাহাজের পরিবহন কাজ বন্ধ হয়ে যাবে।