পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরিতে ব্যস্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পহেলা বৈশাখ ১৪২৩ উদ্যাপন কমিটির আহ্বায়ক ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান, সদস্য সচিব চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত)। পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে যা থাকছে, ১৩ এপ্রিল বুধবার, সন্ধ্যায় পালা নৃত্য, নাটক, পানুশ উড়ানো অনুষ্ঠিত হবে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা, শোভাযাত্রায় থাকবে বাঘ, হাতি, ঘোড়া, রাজা-রানী, খড়গোশ, মোরগ, পেঁচা, ব্যঙ, পুতুল, বক, পাখা, অসংখ্য মুখোশ ইত্যাদি। বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় মাঠে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মঞ্চে’ বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, সঙ্গীত বিভাগ, ফোকলোর বিভাগ এবং মিডিয়া এন্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী নৃত্য, সাধারণ নৃত্য, গান, নাটক অনুষ্ঠিত হবে।
Read More News