পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২ আহত ১০

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পে পাকিস্তানে দুজন নিহত হয়েছে। আজ রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছে আরো দশ জন।

এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকা হিন্দুকুশে এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক মিনিট। আফগানিস্তানের রাজধানী কাবুলে ২৮২ কিলোমিটার উত্তর পূর্বে ও আশাকাশাম গ্রাম থেকে ৩৯ কিলোমিটার অদূরে এর উৎপত্তিস্থল।

ইউরোপীয় ভূমধ্য ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্যানুয়ায়ী, ২০০ কিলোমিটার এলাকাজুড়ে এই শক্তিশালী ভূমিকম্পের প্রভাব দেখা দেয়।
Read More News

রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানের পেশোয়ার, চিত্রাল, সোয়াত, গিলগিট, ফয়সালাবাদ ও লাহোরে শক্তিশারী কম্পন অনুভূত হয়েছে। কাবুল ও পাকিস্তানের রাজধানী ইসলামাদের এক মিনিট ভূকম্পন অনুভূত হয়। এ সময় উভয় রাজধানীর বাসিন্দারা ঘরের বাইরে বেরিয়ে আসে। পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চল থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *