নিজামীর রিভিউ শুনানির পরবর্তী তারিখ ৩ মে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মতিউর রহমান নিজামীর রায় রিভিউ আবেদনের শুনানির জন্য পরবর্তী তারিখ ৩ মে নির্ধারণ করেছেন আদালত।

আজ রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ দিন নির্ধারণ করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এ আদেশ দেন।
Read More News

আগামী ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত গ্রীষ্মের ছুটিতে যাচ্ছে সুপ্রিম কোর্ট। এ ছাড়া ১ মে সরকারি ছুটি। সবকিছু বিবেচনা করে ৩ মে নতুন দিন নির্ধারণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *