সাউথ এশিয়ান গেমসে সাতারে দুটি স্বর্ণ পদক জয় করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কৃতি শিক্ষার্থী মাহাফুজা খাতুন শিলাকে সংবর্ধনা দিয়েছে সিইউজেএডি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সিইউজেএডি ঢাকায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত। স্বর্ণজয়ী শিলা বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের সিনিয়র শিক্ষার্র্থীদের মধ্যে আতাউল গনি সুমন, জাগরণ চাকমা, পারভেজ চৌধুরী, মোমেনা আক্তার পপি, দিল আরা লিনা, হাসান মেজর, ইফতেখার রাজু ও বারেক কায়সার প্রমুখ বক্তব্য রাখেন। সিইউজেএডির সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
Read More News