ডিএনএ পরীক্ষার মাধ্যমে ব্রিটেনের ক্যান্টারবেরি আর্চবিশপের পিতার যে পরিচয় প্রকাশ পেয়েছে তাতে তিনি বিস্মিত হয়েছেন।
৬০ বছর বয়সী আর্চবিশপ এতদিন যাকে তার জন্মদাতা পিতা হিসেবে জানতেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেটি ভুল প্রমাণিত হয়েছে।
আর্চবিশপ এতদিন পরে এসে জানলেন যে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সর্বশেষ ব্যক্তিগত সচিব স্যার এ্যান্থনি মন্টেগো ব্রাউন ছিলেন তিনিই তার পিতা।
কিন্তু আর্চবিশপ জাস্টিন ওয়েলবি এতদিন ধরে জানতেন যে তার বাবা ছিলেন একজন হুইস্কি বিক্রেতা যিনি ১৯৭৭ সালে মারা যান।
ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি টেলিগ্রাফ আর্চবিশপ জাস্টিন ওয়েলবি’র পারিবারিক ইতিহাস নিয়ে একটি গবেষণা করে।
সেই গবেষণায় পত্রিকাটি জানতে পারে যে আর্চবিশপ এতদিন যাকে পিতা হিসেবে জেনেছেন তিনি আসলে তারা জন্মদাতা নন।
টেলিগ্রাফের তরফ থেকে এই বিষয়টি আর্চবিশপের কাছে উত্থাপন করা হলে তিনি ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন।
এরপর আর্চবিশপের মুখের লালার সাথে স্যার এন্থনি’র চুলের নমুনা মিলিয়ে দেখা হয়। এতে প্রায় শতভাগ সম্ভাবনা তৈরি হয় যে তারা পিতা ও পুত্র।
Read More News
আর্চবিশপের মা লেডি উইলিয়ামসও স্যার উইনস্টন চার্চিলের সচিব হিসেবে কাজ করেছেন।
এক বিবৃতিতে আর্চবিশপের মা লেডি উইলিয়ামস স্বীকার করেছেন যে তার সাথে স্যার এ্যান্থনির সম্পর্ক ছিল। এমনকি দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কের কথাও লেডি উইলিয়ামস স্বীকার করেন।
লেডি উইলিয়ামস বলেন তিনি এবং স্যার এ্যান্থনি বিয়ের আগে অতিরিক্ত মদ্যপানের ঘোরে শারীরিকভাবে মিলিত হয়েছিলেন।