রাষ্ট্রপতি আজ বুধবার বাংলাদেশ বিমানবাহিনীর যশোরস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেন, বিশ্বায়ন ও প্রযুক্তির দ্রুত বিকাশ বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় নানা পরিবর্তন আনছে। যুগের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের বিমান বাহিনীতেও শিক্ষা ও প্রশিক্ষণে নতুন নতুন কৌশলের আশ্রয় নিতে হবে। আধুনিকতার সর্বশেষ ছোয়ার সমন্বয় ঘটাতে হবে। বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় নতুন নতুন কৌশল নেয়া হচ্ছে। ফলে সশস্ত্র বাহিনীর ভূমিকা ও দায়িত্বেও যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। তাই বিমানবাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমেও বিশ্বের সাথে তাল মিলিয়ে পরিবর্তন আনতে হবে এবং প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানের প্রতিফলন ঘটাতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি গবেষণায়ও মনোযোগী হতে হবে।
বুধবার বেলা ১২টায় যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে প্রেসিডেন্টকে সালাম প্রদান করা হয়। পরে তিনি প্যারেড পরিদর্শন ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বীরশ্রেষ্ঠ মতিউর ঘাঁটির অধিনায়ক এয়ার কমোডর মো. শফিকুল আলম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণিসহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলে।
Read More News