বিএনপির ৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট

রাজধপানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে দুটি চার্জশিট দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান চার্জশিট দুটি সংশ্লিষ্ট জিআর শাখায় দাখিল করেন। রফিকুল ছাড়া চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সামছুজ্জামান দুদু, আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি, প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক। এদের মধ্যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আব্দুল আওয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, জয়নাল আবদীন ফারুকসহ ২৭ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানাধীন বঙ্গবন্ধু এভিনিউ রুপালী ব্যাংকের সামনে রাস্তায় চলাচলরত ৬নং পরিবহনের যাত্রী হত্যার উদ্দেশ্যে বিএনপির ২০/৩০ জন কর্মী গাড়ীতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পরিবহনের চালক নরুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *