বাঁশখালীর গন্ডামারা গ্রাম এখন পুরুষশূণ্য

বাংলাদেশে চট্টগ্রামের বাশঁখালী এলাকায় বেসরকারি খাতে কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে এক সংঘর্ষে কমপক্ষে চারজন মারা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান বিডি নিউজ কে  এ খবর নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের সাংবাদিক মিন্টু চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন, পুলিশসহ মোট ১৯জন আহত হয়েছেন।
পুরো গ্রামে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সেই সাথে রাতভর গ্রেপ্তার আতংকে গন্ডামারা ইউনিয়নের ঐ গ্রামটি পুরোপুরি পুরুষশূণ্য হয়ে পড়েছে।
মি. চৌধুরি বলছেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে, বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে এলাকার জনমত বিভক্ত হয়ে গেছে।
মি. চৌধুরি জানিয়েছেন, ঐ প্রকল্প চালু হলে গ্রামটিতে লবণ চাষ ও চিংড়ি চাষ হবে, এবং তার ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন বলে গ্রামবাসী বিক্ষুব্ধ ছিল।
Read More News

তবে, গ্রামেরই আরেকটি পক্ষ ঐ প্রকল্পের পক্ষে অবস্থান নেয়।
এ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলার পর গতকাল তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পুলিশও এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *